ব্রেকিং:
করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী ৩ কোটি ৯৫ লাখ টাকার পাথর প্রতারণার অভিযোগ ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক পলকের শ্যালকের ইটভাটায় পুড়ছে কৃষকের ফসল নাটোর-১: বিএনপির একাধিক প্রার্থী, সরব জামায়াত, নিশ্চুপ ১৪ দল ইট চুরির অপরাধে সেনাবাহিনীর হাতে একজন আটক
  • শুক্রবার   ১১ জুলাই ২০২৫ ||

  • আষাঢ় ২৬ ১৪৩২

  • || ১৫ মুহররম ১৪৪৭

আজকের নাটোর
সর্বশেষ:
করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী ৩ কোটি ৯৫ লাখ টাকার পাথর প্রতারণার অভিযোগ ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক পলকের শ্যালকের ইটভাটায় পুড়ছে কৃষকের ফসল নাটোর-১: বিএনপির একাধিক প্রার্থী, সরব জামায়াত, নিশ্চুপ ১৪ দল ইট চুরির অপরাধে সেনাবাহিনীর হাতে একজন আটক
১৭

নাটোর-২ আসনে সরব বিএনপি ও জামায়াত

আজকের নাটোর

প্রকাশিত: ৮ জুলাই ২০২৫  

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এখনো ঘোষণা না হলেও নাটোর-২ আসনে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বেশ স্পষ্ট হয়ে উঠেছে।

এই আসনে তিন লাখ ৮৪ হাজার ২৯ জন ভোটারের মন জয়ের লড়াইয়ে এখন পর্যন্ত মাঠে সবচেয়ে সক্রিয় বিএনপি ও জামায়াতের প্রার্থীরা। অন্যদিকে, আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা রয়েছেন নীরবতা ও আত্মগোপনে।

বিএনপির পক্ষ থেকে সাবেক উপমন্ত্রী ও একাধিকবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু আবারও দলের মনোনয়ন প্রত্যাশী।

নলডাঙ্গা উপজেলার রামশার কাজিপুরে অগ্নিসংযোগ ও লুটপাট মামলায় তার সাত বছরের সাজা হলেও চলতি বছরের শুরুতে উচ্চ আদালতের আপিলের রায়ে খালাস পাওয়ায় নির্বাচনে অংশগ্রহণে আর কোনো বাধা নেই তার।

এর আগের দুটি নির্বাচনে তার পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেন তার সহধর্মিণী ও তৎকালীন জেলা বিএনপির সহসভাপতি ছাবিনা ইয়াসমিন ছবি।

দুলুর পাশাপাশি বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে ব্যবসায়ী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কাশেমকেও মাঠে দেখা যাচ্ছে। যদিও সাধারণ ভোটারদের মতে, দলের অভ্যন্তরে তার জনপ্রিয়তা এখনো খুব একটা দৃশ্যমান নয়।

নাটোর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন বলেন, “নাটোরে বিএনপির মুখ ও নেতৃত্ব বলতে একজনই — দুলু। তার কোনো বিকল্প নেই। আমরা বিশ্বাস করি, সুষ্ঠু নির্বাচন হলে তিনি বিজয়ী হবেন।”

জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের ভাষায়, “দুলু মন্ত্রী থাকাকালীন জেলার প্রতিটি অঞ্চলে উন্নয়ন করেছেন। আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে নাটোরে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি।

তাই এবার ভোটাররা দুলুকে আরেকবার মূল্যায়ন করবেন।”

আত্মবিশ্বাসী দুলুও জানিয়েছেন, তিনি প্রায় পাঁচ দশক ধরে বিএনপির জন্য কাজ করে যাচ্ছেন। ২০০১ সালের নির্বাচনে জেলার চারটি আসনেই দলীয় প্রার্থীকে জয়ী করেছিলেন। তৃণমূল নেতাকর্মীদের শতভাগ আস্থা তার প্রতি রয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইতোমধ্যে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে অবসরপ্রাপ্ত অধ্যাপক ইউনুস আলীকে।

নাটোর-২ আসনে জামায়াতের নায়েবে আমির ইউনুস আলী নিয়মিত বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ করে দলের অবস্থান জানান দিচ্ছেন। ১৯৯১ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের শংকর গোবিন্দ চৌধুরীর কাছে কয়েক ভোটে পরাজিত হয়ে আলোচনায় আসেন ইউনুস আলী।

জামায়াতের জেলা আমির অধ্যাপক ড. মীর মো. নূরুল ইসলাম জানান, “দলীয়ভাবে ইউনুস আলীকে অনেক আগেই প্রার্থী ঘোষণা করা হয়েছে। তিনিসহ দলের নেতাকর্মীরা মাঠে সক্রিয়। বিগত সরকার আমলে তারা যেভাবে নির্যাতিত হয়েছেন, তাতে এবার ভোটাররা মূল্যায়ন করবেন বলেই আমরা আশাবাদী।”

অন্যদিকে, নাটোর সদর আসনে গত ১৫ বছর ধরে নির্বাচিত আওয়ামী লীগের সাবেক এমপি আহাদ আলী সরকার, বর্তমান এমপি শফিকুল ইসলাম শিমুল এবং দলের অন্য সম্ভাব্য প্রার্থীরা ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে রয়েছেন। ফলে আওয়ামী লীগের প্রার্থীদের তৎপরতা চোখে পড়ছে না।

বর্তমানে নাটোর-২ আসনের রাজনীতিতে সরব বিএনপি ও জামায়াত। অন্য দলগুলোর অনুপস্থিতিতে এখন পর্যন্ত ভোটের মাঠে মূল প্রতিদ্বন্দ্বিতা জমে উঠছে এই দুই দলের মাঝেই।

আজকের নাটোর
আজকের নাটোর
নগর জুড়ে বিভাগের পাঠকপ্রিয় খবর