দুলুতেই আস্থা বিএনপির জামায়াতের ইউনুস
আজকের নাটোর
প্রকাশিত: ৩০ জুন ২০২৫
নাটোরে সংসদীয় আসন চারটি। এর মধ্যে জেলা শহর, সদর ও নলডাঙ্গা উপজেলা নিয়ে নাটোর-২ সংসদীয় আসন গঠিত। আসছে নির্বাচনে এখান থেকে বিএনপি ও জামায়াতের প্রার্থী হওয়া নিয়ে তেমন দৌড়ঝাঁপ নেই। কারণ এখানে দুই দলেরই রয়েছে একক প্রার্থী। তিন লাখ ৮৪ হাজার ২৯ জন ভোটারের এই আসনে দুজনই নিজ নিজ দলের নেতাকর্মীদের নিয়ে নিয়মিত নির্বাচনি তৎপরতা অব্যাহত রেখেছেন। নেতাকর্মীরা নিজ নিজ দল ও প্রার্থীর জন্য মাঠ গোছাতে ব্যস্ত সময় পার করছেন।
এই আসন থেকে বারবার সংসদ-সদস্য নির্বাচিত হন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি উপমন্ত্রীও ছিলেন। নানা কারণে বিএনপির রাজনীতিতে এই আসনে তিনিই শেষ কথা হিসাবে বিবেচিত হয়ে আসছে। শুধু এই আসন নয়, গোটা জেলার রাজনীতিই নিয়ন্ত্রণ করেন তিনি। নলডাঙ্গা উপজেলার রামশার কাজিপুরে ১৮টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট মামলায় ৭ বছরের দণ্ডপ্রাপ্ত হওয়ায় গত দুটি নির্বাচনে প্রার্থী হতে পারেননি দুলু। ওই দুই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তার সহধর্মিণী তৎকালীন জেলা বিএনপির সহসভাপতি ছাবিনা ইয়াসমিন ছবি। চলতি বছরের শুরুতে আদালতে আপিলের রায়ে দুলুসহ ৬৮ জন দণ্ডপ্রাপ্তকে খালাস দেওয়ায় এখন আর তার প্রার্থী হতে কোনো বাধা নেই। ফলে নাটোর সদর আসনে এবারও বিএনপির মনোনয়নপ্রত্যাশাী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এছাড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শিল্পপতি আবুল কাশেম মনোনয়ন চাইবেন বলে তার অনুসারীরা প্রচার চালাচ্ছেন। তবে নাটোর বিএনপিতে তার অনুসারীর সংখ্যা খুবই কম। দুলুর অনুসারীর সংখ্যাই বেশি।
নাটোর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন জানান, নাটোরের বিএনপিতে অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুই শেষ কথা। তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। জেলা বিএনপির সব নেতাকর্মীর দুলুর প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন রয়েছে। দুলুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো নেতা অন্য কোনো দলে নেই। সুষ্ঠু নির্বাচন হলে তিনিই বিজয়ী হবেন। জেলা বিএনপির আহ্বায়ক সচিব রহিম নেওয়াজ বলেন, গত সাড়ে ১৫ বছর আওয়ামী লীগ লুটপাট ছাড়া নাটোরের কোনো উন্নয়ন করেনি। নাটোরে যত উন্নয়ন (স্কুল, কলেজ, রাস্তাঘাট) হয়েছে সব করেছেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি মন্ত্রী থাকাকালে দল-মতের ঊর্ধ্বে উঠে জেলার উন্নয়ন করেছেন। তাই নির্বাচন এলে নাটোরের মানুষ দুলুকে উজাড় করে ভোট দিতে কোনো কার্পণ্য করবেন না। তিনি বলেন, দুলু জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ সব অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নাটোর-২ নির্বাচনি এলাকার সব ইউনিয়ন ও দুটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নিয়মিত সভা সমাবেশ করছেন। এসব সভা সমাবেশে মানুষের গণজোয়ার সৃষ্টি হচ্ছে।
অপরদিকে এই আসনে নাটোর জেলা জামায়াতের নায়েবে আমির বাগতিপাড়া সরকারি কলেজের ইংরেজি বিষয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ইউনুস আলীকে প্রার্থী ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। তিনিও দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় সভা সমাবেশ করে যাচ্ছেন। চলতি বছরের শুরুতে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে জনসমাবেশ করে দলে নিজের অবস্থান জানান দেন ইউনুস আলী। ১৯৯১ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রভাবশালী প্রার্থী প্রয়াত শংকর গোবিন্দ চৌধুরীর কাছে খুব সামান্য ভোটে পরাজিত হয়ে নাটোরে সাড়া ফেলেছিলেন ইউনুস আলী। পরের কোনো নির্বাচনে অবশ্য তিনি আর প্রভাব ফেলতে পারেননি। তবে এবার ভোটের মাঠে অধ্যাপক ইউনুস আলী ভালো কিছু করবেন মনে করছেন তার দলের নেতাকর্মীরা।
নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর মো. নূরুল ইসলাম বলেন, ‘দলের পক্ষ থেকে অনেক আগেই অধ্যাপক ইউনুস আলীকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। নেতাকর্মীদের নিয়ে ইউনুস আলী মাঠে-ময়দানে সক্রিয় রয়েছেন। সাধারণ ভোটাররা এবার জামায়াতের প্রার্থীদের মূল্যায়ন করবেন বলে আমরা বিশ্বাস করি।’ বিএনপি-জমায়াত ছাড়া অন্য কোনো দল থেকে এই আসনে কোনো মনোনয়নপ্রত্যাশীর নির্বাচনি তৎপরতা চোখে পড়ছে না।
- নাটোরে প্রবীণদের স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করলেন বিশ্ব স্বাস্থ্য
- রপ্তানি বিপর্যয়ে নাটোরে কমেছে বিষমুক্ত শুঁটকির দাম
- বড়াইগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ যুবকের মৃত্যু
- শুধু ভর্তুকি দিয়ে সরকারি চিনিকল চালানো সম্ভব নয়
- নাটোরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও অর্থ বিতরণ
- নাটোরে গণঅধিকার পরিষদের ৩৬ নেতার পদত্যাগ
- নাটোরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
- নাটোরে বাড়িতে একা থাকতেন বৃদ্ধা, হত্যা করে স্বর্ণালংকার লুট
- নাটোরে বাড়িতে একা থাকতেন বৃদ্ধা, হত্যা করে স্বর্ণালংকার লুট
- নাটোরে বিএনপির কাশেম গ্রুপের মিছিল দুলু সমর্থকদের ধাওয়ায় পণ্ড
- সংবাদ প্রকাশের পর নাটোরের গুরুদাসপুর থানার ওসি বদলি
- নাটোরে দুর্গাপূজা আয়োজনে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ
- নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরির সুযোগ
- সিংড়ায় তামাকের বিকল্প ফসল চাষে মতবিনিময় সভা
- নাটোরে জনসেবা হাসপাতাল মালিকের গলাকাটা মরদেহ উদ্ধার
- রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
- ইসির নির্বাচনী রোডম্যাপে যা থাকছে
- গুরুদাসপুরে কৃষককে কুপিয়ে জখম
- গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নানান অনিয়ম, অব্যবস্থাপনা
- গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নানান অনিয়ম, অব্যবস্থাপনা
- নাটোরে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বিতরণ
- নাটোরের বড়াইগ্রামে এনসিপির উদ্যোগে ক্ষুদ্র সহায়তা বিতরণ
- নাটোরে বিএসটিআইয়ের অভিযানে চানাচুর কারখানায় জরিমানা
- নাটোরের চলনবিলে মাছের পোনা অবমুক্তকরণ
- যৌন হয়রানির অভিযোগ, তদন্ত কমিটি গঠন
- নাটোরে বিএডিসি বীজ ও সার ডিলারদের অবস্থান কর্মসূচি ও স্বারকলিপি প
- নাটোরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু
- নাটোরে হিন্দু নারীর ছদ্মবেশে কীর্তন অনুষ্ঠানে ছিনতাইয়ের চেষ্টা
- নাটোরে যুবককে অপহরণের চেষ্টা, দুইজন গ্রেপ্তার
- নাটোরে ভূমি উন্নয়ন কর আদায়ের হার শতভাগ ছাড়িয়েছে








