ব্রেকিং:
করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী ৩ কোটি ৯৫ লাখ টাকার পাথর প্রতারণার অভিযোগ ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক পলকের শ্যালকের ইটভাটায় পুড়ছে কৃষকের ফসল নাটোর-১: বিএনপির একাধিক প্রার্থী, সরব জামায়াত, নিশ্চুপ ১৪ দল ইট চুরির অপরাধে সেনাবাহিনীর হাতে একজন আটক
  • মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫ ||

  • আষাঢ় ১৬ ১৪৩২

  • || ০৫ মুহররম ১৪৪৭

আজকের নাটোর
সর্বশেষ:
করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী ৩ কোটি ৯৫ লাখ টাকার পাথর প্রতারণার অভিযোগ ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক পলকের শ্যালকের ইটভাটায় পুড়ছে কৃষকের ফসল নাটোর-১: বিএনপির একাধিক প্রার্থী, সরব জামায়াত, নিশ্চুপ ১৪ দল ইট চুরির অপরাধে সেনাবাহিনীর হাতে একজন আটক

দুলুতেই আস্থা বিএনপির জামায়াতের ইউনুস

আজকের নাটোর

প্রকাশিত: ৩০ জুন ২০২৫  

নাটোরে সংসদীয় আসন চারটি। এর মধ্যে জেলা শহর, সদর ও নলডাঙ্গা উপজেলা নিয়ে নাটোর-২ সংসদীয় আসন গঠিত। আসছে নির্বাচনে এখান থেকে বিএনপি ও জামায়াতের প্রার্থী হওয়া নিয়ে তেমন দৌড়ঝাঁপ নেই। কারণ এখানে দুই দলেরই রয়েছে একক প্রার্থী। তিন লাখ ৮৪ হাজার ২৯ জন ভোটারের এই আসনে দুজনই নিজ নিজ দলের নেতাকর্মীদের নিয়ে নিয়মিত নির্বাচনি তৎপরতা অব্যাহত রেখেছেন। নেতাকর্মীরা নিজ নিজ দল ও প্রার্থীর জন্য মাঠ গোছাতে ব্যস্ত সময় পার করছেন।

এই আসন থেকে বারবার সংসদ-সদস্য নির্বাচিত হন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি উপমন্ত্রীও ছিলেন। নানা কারণে বিএনপির রাজনীতিতে এই আসনে তিনিই শেষ কথা হিসাবে বিবেচিত হয়ে আসছে। শুধু এই আসন নয়, গোটা জেলার রাজনীতিই নিয়ন্ত্রণ করেন তিনি। নলডাঙ্গা উপজেলার রামশার কাজিপুরে ১৮টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট মামলায় ৭ বছরের দণ্ডপ্রাপ্ত হওয়ায় গত দুটি নির্বাচনে প্রার্থী হতে পারেননি দুলু। ওই দুই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তার সহধর্মিণী তৎকালীন জেলা বিএনপির সহসভাপতি ছাবিনা ইয়াসমিন ছবি। চলতি বছরের শুরুতে আদালতে আপিলের রায়ে দুলুসহ ৬৮ জন দণ্ডপ্রাপ্তকে খালাস দেওয়ায় এখন আর তার প্রার্থী হতে কোনো বাধা নেই। ফলে নাটোর সদর আসনে এবারও বিএনপির মনোনয়নপ্রত্যাশাী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এছাড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শিল্পপতি আবুল কাশেম মনোনয়ন চাইবেন বলে তার অনুসারীরা প্রচার চালাচ্ছেন। তবে নাটোর বিএনপিতে তার অনুসারীর সংখ্যা খুবই কম। দুলুর অনুসারীর সংখ্যাই বেশি।

নাটোর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন জানান, নাটোরের বিএনপিতে অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুই শেষ কথা। তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। জেলা বিএনপির সব নেতাকর্মীর দুলুর প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন রয়েছে। দুলুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো নেতা অন্য কোনো দলে নেই। সুষ্ঠু নির্বাচন হলে তিনিই বিজয়ী হবেন। জেলা বিএনপির আহ্বায়ক সচিব রহিম নেওয়াজ বলেন, গত সাড়ে ১৫ বছর আওয়ামী লীগ লুটপাট ছাড়া নাটোরের কোনো উন্নয়ন করেনি। নাটোরে যত উন্নয়ন (স্কুল, কলেজ, রাস্তাঘাট) হয়েছে সব করেছেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি মন্ত্রী থাকাকালে দল-মতের ঊর্ধ্বে উঠে জেলার উন্নয়ন করেছেন। তাই নির্বাচন এলে নাটোরের মানুষ দুলুকে উজাড় করে ভোট দিতে কোনো কার্পণ্য করবেন না। তিনি বলেন, দুলু জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ সব অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নাটোর-২ নির্বাচনি এলাকার সব ইউনিয়ন ও দুটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নিয়মিত সভা সমাবেশ করছেন। এসব সভা সমাবেশে মানুষের গণজোয়ার সৃষ্টি হচ্ছে।

অপরদিকে এই আসনে নাটোর জেলা জামায়াতের নায়েবে আমির বাগতিপাড়া সরকারি কলেজের ইংরেজি বিষয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ইউনুস আলীকে প্রার্থী ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। তিনিও দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় সভা সমাবেশ করে যাচ্ছেন। চলতি বছরের শুরুতে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে জনসমাবেশ করে দলে নিজের অবস্থান জানান দেন ইউনুস আলী। ১৯৯১ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রভাবশালী প্রার্থী প্রয়াত শংকর গোবিন্দ চৌধুরীর কাছে খুব সামান্য ভোটে পরাজিত হয়ে নাটোরে সাড়া ফেলেছিলেন ইউনুস আলী। পরের কোনো নির্বাচনে অবশ্য তিনি আর প্রভাব ফেলতে পারেননি। তবে এবার ভোটের মাঠে অধ্যাপক ইউনুস আলী ভালো কিছু করবেন মনে করছেন তার দলের নেতাকর্মীরা।

নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর মো. নূরুল ইসলাম বলেন, ‘দলের পক্ষ থেকে অনেক আগেই অধ্যাপক ইউনুস আলীকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। নেতাকর্মীদের নিয়ে ইউনুস আলী মাঠে-ময়দানে সক্রিয় রয়েছেন। সাধারণ ভোটাররা এবার জামায়াতের প্রার্থীদের মূল্যায়ন করবেন বলে আমরা বিশ্বাস করি।’ বিএনপি-জমায়াত ছাড়া অন্য কোনো দল থেকে এই আসনে কোনো মনোনয়নপ্রত্যাশীর নির্বাচনি তৎপরতা চোখে পড়ছে না।

আজকের নাটোর
আজকের নাটোর
নগর জুড়ে বিভাগের পাঠকপ্রিয় খবর