ব্রেকিং:
করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী ৩ কোটি ৯৫ লাখ টাকার পাথর প্রতারণার অভিযোগ ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক পলকের শ্যালকের ইটভাটায় পুড়ছে কৃষকের ফসল নাটোর-১: বিএনপির একাধিক প্রার্থী, সরব জামায়াত, নিশ্চুপ ১৪ দল ইট চুরির অপরাধে সেনাবাহিনীর হাতে একজন আটক
  • মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫ ||

  • আষাঢ় ১৬ ১৪৩২

  • || ০৫ মুহররম ১৪৪৭

আজকের নাটোর
সর্বশেষ:
করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী ৩ কোটি ৯৫ লাখ টাকার পাথর প্রতারণার অভিযোগ ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক পলকের শ্যালকের ইটভাটায় পুড়ছে কৃষকের ফসল নাটোর-১: বিএনপির একাধিক প্রার্থী, সরব জামায়াত, নিশ্চুপ ১৪ দল ইট চুরির অপরাধে সেনাবাহিনীর হাতে একজন আটক
১৬

বালু উত্তোলন ঘিরে লালপুর-ঈশ্বরদীতে উত্তেজনা; মহড়া-গুলিতে উত্তপ্ত

আজকের নাটোর

প্রকাশিত: ৩০ জুন ২০২৫  

বালু উত্তোলন ও ইজারাকে ঘিরে উত্তপ্ত নাটোরের লালপুর ও পাবনার ঈশ্বরদী। প্রশাসনের কাছ থেকে ইজারা নেয়া হলেও বৈধ ইজারাদারদের বালু তুলতে বাধা ও চাঁদা আদায় ঘিরে চলছে অবৈধ অস্ত্রের মহড়া ও গোলাগুলি। পদ্মা থেকে বালু উত্তোলন আর চাঁদা আদায় নিয়ে মাঝে মধ্যেই অস্ত্রের মহড়া আর গোলাগুলিতে জড়িয়ে পড়ে দু’পক্ষ। প্রকাশ্যে অস্ত্রের মহড়া চললেও নির্বিকার প্রশাসন। যদিও প্রশাসন বলছে, কাজ করছে পুলিশ।

 

প্রকাশ্যে অবৈধ অস্ত্রের এমন মহড়ায় আতঙ্কে দিন পারছেন পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়ন এবং নাটোরের লালপুরের গৌরীপুরের ৫ শতাধিক পরিবার।

 

 

 

এলাকাবাসীরা জানায়, তারা স্পীডবোট ও ট্রলারে করে আসে। স্পীডবোট ও ট্রলার থেকে গুলি করে। বাড়িতে গিয়ে গুলি করে। আমাদের বাড়ির ওপরে গুলি পড়ে। ঘরের চালে গুলি পড়ছে। আমরা বাড়িতে দাঁড়াতে পারছি না। প্রশাসনের নজরদারি নেই। প্রশাসন এদিকে আসে না।

 

 

 

চলতি বছরের ৩ জুন নাটোরের লালপুরের পদ্মা নদীর দিয়ার বাহাদুরপুর মৌজার ৪৬০ একর জায়গা বালু উত্তোলনের জন্য লিজ দেয় নাটোর জেলা প্রশাসন। ৯ কোটি ৬৮ লাখ টাকায় অনুমতি পায় মেসার্স মোল্লা এন্টারপ্রাইজ। কিন্তু বৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করতে গেলেই ঘটছে বিপত্তি।

 

 

 

অভিযোগ, পাবনার ঈশ্বরদী উপজেলার বিএনপি নেতা জাকারিয়া পিন্টু ও তার সহযোগীরা বৈধ বালু উত্তোলনে বাধা দেয় এবং দৈনিক ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা আদায়ে মাঝে মধ্যে চলছে অবৈধ অস্ত্রের মহড়া ও গোলাগুলি। এছাড়া পদ্মা নদীতে মাছ শিকার করেতে নামা জেলে ও চরের জমিতে ফসল ফলাতেও কৃষকদের কাছ থেকে চাঁদা নেয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

 

 

 

জাকারিয়া পিন্টুর ভাই মেহেদী হাসানকে অভিযুক্ত করে স্থানীয়রা বলেন, আমরা মাছ ধরার পর তারা আমাদের কাছে এসে চাঁদা দাবি করে, হুমকি দেয়। প্রতি মাসে ৫ হাজার টাকা করে চাঁদা দেয়া লাগে। আমরা বেকার মানুষ। মাছ ধরে খাই। আমাদের যদি এভাবে চাঁদা দেয়া লাগে তাহলে আমরা কিভাবে চলবো।

 

 

 

লালপুর বালু মহালের ইজারাদার শুকলাল বলেন, ‘নদীতে যখন বালু উত্তোলন করতে আসে তখন তারা অতর্কিতে গুলি চালায়। আমরা প্রশাসন ও নৌ পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি যাতে উনারা আমাদের সাহায্য করে। আমরা যেন আমাদের ব্যবসা ভালো করে করতে পারি।’

 

 

 

লালপুরের পদ্মা নদী থেকে বালু নিতে দৈনিক ২৫ থেকে ৩০টি বাল্কহেড আসে। তাদের আসা যাওয়ার পথে ব্যবহার করতে হয় ঈশ্বরদী উপজেলার সাঁড়া ঘাট। আর এসব বাল্কহেড থেকে চাঁদা তোলা নিয়েও মাঝেমধ্যেই বাধে বিপত্তি। ঘাট নিয়ন্ত্রণ ও চাঁদা আদায়ের অভিযোগ ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের বিরুদ্ধে। তিনি ঈশ্বরদী উপজেলার বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর ভাই।

 

 

 

স্থানীয় বিএনপি নেতা জাকারিয়া পিন্টু বলেন, ‘এখানে টনি বিশ্বাস নামে যে ঘাটটা ছিলো ওই ঘাটটাকে ওরা গুলি করে উঠিয়ে দিয়েছে। অথচ ওরাই আবার এই অভিযোগ করছে কেন আমি জানি না। যেকোনো কারণে হয়তো আমার রাজনৈতিক প্রতিপক্ষ যারা আছে তারা হয়তো জড়িত। তারাই হয়তো আমার নামটা জড়াচ্ছে।’

 

 

 

অস্ত্রের মহড়ার ঘটনায় নাটোর ও পাবনা জেলার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে অস্ত্রসহ কয়েকজনকে আটক করেছে।

 

 

 

ঈশ্বরদী লক্ষিকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান মাহমুদ তুহিন বলেন, ‘গত দু’তিন দিনে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো মূলত নদীকেন্দ্রিক। যারা বালু নিয়ে যাচ্ছে তারা নিয়ে যাওয়ার সময় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে। আমরা যখন আসছি তখন দেখি কিছুই নেই। আমরা তো বুঝতে পারছি না ঘটনাগুলো কখন ঘটছে। যখন ঘটছে তার অনেক পরে আমরা যাই।’

 

 

 

পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, ‘এরইমধ্যে আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে গোয়েন্দা তৎপরতাসহ অন্যান্য বিষয়ে কাজ করছে। একইসাথে আমরা পাবনা জেলা পুলিশের সাথে গত সপ্তাহে সমন্বয় করেছি। আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই কোনো দুর্বৃত্তপনা যদি এখানে হয়ে থাকে সেটার বিরুদ্ধে জেলা পুলিশ অন্যান্য সংস্থার সমন্বয় করে কঠোর আইনগত ব্যবস্থা নিবে।’

 

 

 

তবে আতঙ্কিত বাসিন্দাদের স্বস্তি দিতে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ চান ভুক্তভোগীরা।

আজকের নাটোর
আজকের নাটোর
নাটোর বিভাগের পাঠকপ্রিয় খবর