নাটোরে বিএনপি নেতার বিরুদ্ধে বিচারকাজে হস্তক্ষেপের অভিযোগ
আজকের নাটোর
প্রকাশিত: ২৫ জুন ২০২৫
নাটোরে পথসভায় বিএনপির এক নেতার বক্তব্য নিয়ে জেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়। সম্প্রতি জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আবুল কাশেম এক পথসভায় বক্তব্য দেয়ার সময় বলেন, জেলা যুবদলের এক নেতার জামিনের জন্য তিনি বিচারককে ফোন করেছেন। বিচারক জামিনের অপারগতা প্রকাশ করেছেন। বক্তব্যে ওই নেতা আরও বলেন যুবদলের সেই নেতার (শফিকুল ইসলাম মালেক)নামে দুইটা গ্রেপ্তারি পরোয়ারা আছে।
ছড়িয়ে পড়া ভিডিও দেখা যায়, আবুল কাশেম ওয়ারেন্টের আসামি মালেককে তার পেছনে নিয়ে বলছেন, “আমি বিচারককে ফোন দিয়েছি জেলা যুবদলের প্রচার স¤পাদক শফিকুল ইসলাম মালেককে জামিন করার বিষয়ে।বিচারক অপারগতা প্রকাশ করেন। তিনি অস্বস্তি প্রকাশ করে বলেন, আমরা এমন দল করি যে জেলা যুবদলের প্রচার স¤পাদক তার জামিন হয়না। এখনও তার বিরুদ্ধে দুইটা ওয়ারেন্ট। আমরা যাকে কমিটিতে নিয়ে এসেছি পিপি সাহেব আমার ফোন ধরেন না। বিচারককে ফোন দিলে তিনি (বিচারক) বলেন, আমি জামিন দিতে পারব না, জামিন যদি দেই অবস্থা খারাপ হবে।”
এমন বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে জেলার রাজনৈতিক অঙ্গনে চলছে মিশ্র প্রতিক্রিয়া। খোদ বিএনপি নেতাকর্মীরাই বলছেন জেলা বিএনপির সদস্য আবুল কাশেমের বক্তব্য আদালতের বিচার কাজে হস্তক্ষেপ এবং স্বাধীন বিচার ব্যবস্থা এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফার পরিপন্থী।
জেলা যুবদলের সাধারণ স¤পাদক আনিসুর রহমান আনিস বলেন, বিএনপি নেতা আবুল কাশেম গর্ব করে বলেছেন যে, বিচারককে ফোন দিয়ে জামিন দেওয়ার কথা। আমরা মনে করি এটা তারেক রহমানের ৩১ দফা পরিপন্থী। কেননা ৩১ দফায় বলা রয়েছে বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসনের কথা। তিনি কখনোই বিচারককে ফোন দিয়ে জামিন দিতে বলতে পারেন না। তার এই বক্তব্য আমাদের দলের জন্য ক্ষতির কারণ।
বিএনপি নেতা ও নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম বলেন, বিএনপি আইনের শাসন বিচার বিভাগের স্বাধীনতার জন্যই দীর্ঘ ১৭বছর সংগ্রাম করেছে। আমার জীবনে শুনি নাই নাটোর বিএনপির কোন নেতা এরকম কথা এর আগে কখনো বলেছেন। আবুল কাশেমের এই বক্তব্য দলের জন্য ক্ষতিকারক এবং দলীয় নীতি প্ররিপন্থী। এই বক্তব্য ইতি মধ্যেই ভাইরাল হয়েছে তাহলে দেশের জনগণ কিংবা নাটোরের জনগণ বিএনপি স¤পর্কে কি ধারণা নিবে। আমরা চাই দলীয় হাইকমান্ড বিষয়গুলো তদন্ত করে এমন বক্তব্যের ব্যাখ্যা জানতে চাইবেন।
এবিষয়ে জানতে চাইলে নাটোর জেলা আইনজীবি সমিতি সাধারন স¤পাদক শরিফুল হক মুক্তা বলেন, সেপারেশন অফ দ্যা জুডিশিয়ারিতে হাকিমের (বিচারকের) কাছে মামলার বিষয়ে তদবির করা আইন সংগত নয়। এইসব কথা বলা আইন বিরোধী।
এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সদস্য আবুল কাশেম বলেন, আমি এ প্রসঙ্গে কোন মন্তব্য করতে চাই না।
এবিষয়ে জানতে চাইলে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। তার (আবুল কাশেমের) এমন বক্তব্যে জেলা বিএনপি বিব্রত। আমরা দলীয় ফোরামে আলোচনা করব।তবে আবুল কাশেমকে লিখিতভাবে কোন কিছু জানানো হয়নি বলে জানান, জেলা বিএনপির জ্যেষ্ঠ এই নেতা।
ওয়ারেন্টের আসামিকে সঙ্গে নিয়ে বিএনপি নেতার এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, বক্তব্য দেওয়া তার ব্যক্তিগত ব্যাপার। তবে গ্রেপ্তারি পরোয়ানাপ্রাপ্ত কোন আসামী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এমনটা হওয়ার সুযোগ নেই। তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। এমন আসামীকে কেউ প্রশ্রয় দিলে তাকেও আইনের আওতায় আনা হবে।
- নাটোরে প্রবীণদের স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করলেন বিশ্ব স্বাস্থ্য
- রপ্তানি বিপর্যয়ে নাটোরে কমেছে বিষমুক্ত শুঁটকির দাম
- বড়াইগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ যুবকের মৃত্যু
- শুধু ভর্তুকি দিয়ে সরকারি চিনিকল চালানো সম্ভব নয়
- নাটোরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও অর্থ বিতরণ
- নাটোরে গণঅধিকার পরিষদের ৩৬ নেতার পদত্যাগ
- নাটোরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
- নাটোরে বাড়িতে একা থাকতেন বৃদ্ধা, হত্যা করে স্বর্ণালংকার লুট
- নাটোরে বাড়িতে একা থাকতেন বৃদ্ধা, হত্যা করে স্বর্ণালংকার লুট
- নাটোরে বিএনপির কাশেম গ্রুপের মিছিল দুলু সমর্থকদের ধাওয়ায় পণ্ড
- সংবাদ প্রকাশের পর নাটোরের গুরুদাসপুর থানার ওসি বদলি
- নাটোরে দুর্গাপূজা আয়োজনে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ
- নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরির সুযোগ
- সিংড়ায় তামাকের বিকল্প ফসল চাষে মতবিনিময় সভা
- নাটোরে জনসেবা হাসপাতাল মালিকের গলাকাটা মরদেহ উদ্ধার
- রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
- ইসির নির্বাচনী রোডম্যাপে যা থাকছে
- গুরুদাসপুরে কৃষককে কুপিয়ে জখম
- গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নানান অনিয়ম, অব্যবস্থাপনা
- গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নানান অনিয়ম, অব্যবস্থাপনা
- নাটোরে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বিতরণ
- নাটোরের বড়াইগ্রামে এনসিপির উদ্যোগে ক্ষুদ্র সহায়তা বিতরণ
- নাটোরে বিএসটিআইয়ের অভিযানে চানাচুর কারখানায় জরিমানা
- নাটোরের চলনবিলে মাছের পোনা অবমুক্তকরণ
- যৌন হয়রানির অভিযোগ, তদন্ত কমিটি গঠন
- নাটোরে বিএডিসি বীজ ও সার ডিলারদের অবস্থান কর্মসূচি ও স্বারকলিপি প
- নাটোরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু
- নাটোরে হিন্দু নারীর ছদ্মবেশে কীর্তন অনুষ্ঠানে ছিনতাইয়ের চেষ্টা
- নাটোরে যুবককে অপহরণের চেষ্টা, দুইজন গ্রেপ্তার
- নাটোরে ভূমি উন্নয়ন কর আদায়ের হার শতভাগ ছাড়িয়েছে








