ব্রেকিং:
করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী ৩ কোটি ৯৫ লাখ টাকার পাথর প্রতারণার অভিযোগ ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক পলকের শ্যালকের ইটভাটায় পুড়ছে কৃষকের ফসল নাটোর-১: বিএনপির একাধিক প্রার্থী, সরব জামায়াত, নিশ্চুপ ১৪ দল ইট চুরির অপরাধে সেনাবাহিনীর হাতে একজন আটক
  • মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||

  • অগ্রাহায়ণ ২৪ ১৪৩২

  • || ১৮ জমাদিউস সানি ১৪৪৭

আজকের নাটোর
সর্বশেষ:
করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী ৩ কোটি ৯৫ লাখ টাকার পাথর প্রতারণার অভিযোগ ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক পলকের শ্যালকের ইটভাটায় পুড়ছে কৃষকের ফসল নাটোর-১: বিএনপির একাধিক প্রার্থী, সরব জামায়াত, নিশ্চুপ ১৪ দল ইট চুরির অপরাধে সেনাবাহিনীর হাতে একজন আটক
২০৯

জিয়া পরিবার সব সময় দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে: দুলু

আজকের নাটোর

প্রকাশিত: ২২ জুন ২০২৫  

বক্তব্য রাখছেন অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু

বক্তব্য রাখছেন অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জিয়া পরিবার সব সময় দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। দেশের বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জন্যও জিয়া পরিবারের অবদান সবচেয়ে বেশি। 

শনিবার দুপুর ১২টার দিকে নাটোর জেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বপ্রথম তাদের ৪০ ভাগ বেতন দেওয়া শুরু করে। তিনিই পরে ৫০ ভাগ বেতন চালু করেন। ১৯৯১ সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে ৮০ ভাগ এবং ২০০৬ সালে নির্বাচিত হওয়ার পর শিক্ষক কর্মচারিদের শতভাগ বেতন চালু করেন। তিনিই নারী শিক্ষার উন্নয়নে মেয়েদের উপবৃত্তি চালু করেন। 

দুলু বলেন, শেখ মুজিব ৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করলে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে একটি স্বাধীন রাষ্ট্র উপহার দেন। পরে আওয়ামী লীগ ক্ষমতায় এসে মানুষের ভাত ও ভোটের অধিকার কেড়ে নেয়। সিপাহি জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান আবার বহু দলীয় গণতন্ত্র চালু করেন। 

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে বেগম জিয়া নেতৃত্ব দেন। তেমনি ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিপ্লবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিপ্লবের পর দেশের মানুষের মনে একটি সুষ্ঠু নির্বাচনের যে আশা তৈরি হয়েছিল একটি মহলের ষড়যন্ত্রে তা যখন হতাশায় পরিণত হয়। তখন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে সেই অনিশ্চতায় কাটিয়ে তুলে দেশের মানুষের প্রশংসা কুড়িয়েছেন। 

শিক্ষক সমাবেশে সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষক সমিতি নাটোর জেলা শাখার সভাপতি নাটোর চিনিকল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন। এতে সংগঠনের সাধারণ সম্পাদক হয়বতপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান সঞ্চালনা করেন। 

শিক্ষক সমাবেশে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম-আহবায়ক জিল্লুর রহমান খান ওরফে বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সাবেক আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, এমদাদুল হক আল মামুন, নাটোর জেলা জিয়া পরিষদের সভাপতি আহমুদুল হক চৌধুরী স্বপন, শিক্ষক সংগঠনের নেতা ও প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস, রেজাউল করিম, আব্দুল মতিন, ইউসুফ আলী, শামসুন নাহার রেখা ও আব্দুল হাকিম প্রমুখ।

আজকের নাটোর
আজকের নাটোর