রাবি শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর অভিযোগ: নেপথ্যে শিক্ষকদের উস্কানি!
আজকের নাটোর
প্রকাশিত: ১ অক্টোবর ২০২০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গ্রাফিক্স ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আমিরুল মোমেনীন চোধুরীর বিরুদ্ধে দায়েরকৃত ‘ছাত্রীর শ্লীলতাহানি’র মামলার তদন্তের চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ প্রতিবেদন গ্রহণ করেছেন। প্রতিবেদনে বাদীর করা এজহারের অভিযোগের কোন সত্যতা না পাওয়ায় আসামি আমিরুল মোমেনীন চৌধুরীকে মামলা থেকে অব্যাহতি প্রদানের আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা নগরীর চন্দ্রিমা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাজু আহমেদ।
প্রতিবেদনে বলা হয়- মামলার বাদীর এজহারনামীয় চারজন স্বাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হলেও কেউ এজহারে বর্ণিত ঘটনার বিষয়ে কিছুই জানেন না বলে জানান। তারা ওইদিন ঘটনাস্থলে আসামী আমিরুল মোমনীন চৌধুরীকে দেখেননি এবং তাদেরকে না জানিয়ে মামলার স্বাক্ষী করা হয়েছে উল্লেখ করে রাজশাহী নোটারী পাবলিকের কার্যালয়ে হাজির হয়ে এফিডেভিট করেছেন।
ঘটনাস্থল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ভবন সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা কেউই এ ধরনের ঘটনা সম্পর্কে কিছুই জানেন না। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নথিপত্র ঘেঁটে দেখা যায়- এজহারে বর্ণিত সময়ে আসামী উদয়ন নার্সিং কলেজে ২০১৯ সালের বিএসসি ইন নার্সিং পরীক্ষায় পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন। ফলে ভুল তথ্যের ভিত্তিতে মামলার এজহার দায়ের করায় উক্ত মামলা থেকে আসামিকে অব্যাহতি প্রদানের প্রার্থনা করছি।
জানতে চাইলে তদন্ত কর্মকর্তা এসআই রাজু আহমেদ বলেন, ‘বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে একাধিকবার কথা বলেছি। কিন্তু এজহারে বর্ণিত অভিযোগের ন্যুনতম সত্যতাও পাইনি। এজন্য আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে মামলা থেকে আসামিকে অব্যাহতি দেয়ার আবেদন করেছি। প্রতিবেদনের সাথে বিভাগের সভাপতিসহ ১১ জন শিক্ষক, ৭ জন শিক্ষার্থীসহ ২০ জন স্বাক্ষীর জবানবন্দী যুক্ত করেছি।’
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফয়সাল নয়ন বলেন, ‘আদালত প্রতিবেদনটি গ্রহণ করে নিয়ম অনুযায়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠিয়েছেন। আগামী ১১ অক্টোবর সেখানে শুনানি হবে। তবে চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা হওয়ায় আসামির অব্যাহতি প্রদান এখন এখন সময়ের ব্যাপার মাত্র।’
মামলার বাদী ওই ছাত্রীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘মামলার চূড়ান্ত প্রতিবেদন হয়েছে শুনেছি। তবে ব্যক্তিগত কিছু সমস্যার কারণে মামলার বিষয়ে খোঁজ-খবর নিতে পারিনি।’
এদিকে, নিজ বিভাগের সিনিয়র অধ্যাপকের বিরুদ্ধে এমন অভিযোগের নেপথ্যে কয়েকজন শিক্ষকের উস্কানি ছিল বলে অভিযোগ করেছেন খোদ বিভাগের অধিকাংশ শিক্ষক-শিক্ষার্থীরা। তাদের অভিযোগ- সামনে ডিন নির্বাচনে প্রার্থীতা এবং ম্যুরাল তৈরির কাজ পাওয়া নিয়ে প্রতিহিংসার জেরে শিক্ষার্থীদের ব্যবহার করেছেন শিক্ষকরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ১৩ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্রউপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানুর কাছে অধ্যাপক আমিরুল মোমনীনের বিরুদ্ধে বিভিন্নভাবে যৌন হয়রানি ও মানসিকভাবে উত্ত্যক্ত করার অভিযোগ করেন। শিক্ষার্থীদের সাথে সেদিন ছাত্রউপদেষ্টা দফতরে ছিলেন গ্রাফিক্স ডিজাইন বিভাগের অধ্যাপক ড. বিলকিস বেগম এবং চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের শিক্ষক সুজন সেন। তারাই অভিযোগকারী অধিকাংশ শিক্ষার্থীদের ডেকে এনে অভিযোগপত্রে স্বাক্ষর করান বলে জানিয়েছেন খোদ অভিযোগকারী শিক্ষার্থীরাই।
১৩ শিক্ষার্থীর মধ্যে ৮ জনের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। তারা জানান, ওইদিন তাদেরকে ফোন করে অন্য দু’জন সহপাঠী ক্যাম্পাসের আমতলা চত্বরে আসতে বলেন। সেখানে যাওয়ার পর সহপাঠীদের সাথে শিক্ষকদেরও দেখেন তারা। পরে তাদেরকে ছাত্রউপদেষ্টা দফতরে যেতে বলা হয়। সেখানে শিক্ষক ড. বিলকিস বেগম ও সুজন সেন সবাইকে অভিযোগপত্রে স্বাক্ষর করতে বলেন। এছাড়া কয়েকজনকে মোবাইল করে অনুমতি নিয়েও নাম জুড়ে দেয়া হয়।
শিক্ষার্থীদের উস্কানি দিয়ে অভিযোগ করানোর বিষয়ে জানতে অধ্যাপক বিলকিস বেগমের সাথে যোগাযোগ করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে বিভাগের খোঁজ নিয়ে জানা গেছে, তিনি কানাডায় অবস্থান করছেন।
অপর শিক্ষক সুজন সেন শিক্ষার্থীদের উস্কানি বা অভিযোগ দেয়ার সময় ছিলেন না বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘ড. আমিরুল মোমনীন স্যার আমাদের সিনিয়র। উনাকে আমরা শ্রদ্ধা ও সম্মান করি। শিক্ষার্থীরা কী অভিযোগ দিয়েছে, তা সম্পর্কে আমি জানি না।’
অধ্যাপক আমিরুল মোমেনীন চৌধুরী বলেন, ‘রাজশাহী অঞ্চলে বিভিন্ন প্রতিষ্ঠানে আমি ম্যুরাল নির্মাণের কাজ করেছি। সবশেষ সিএন্ডবি মোড়ে সিটি করপোরেশনের উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরাল বানানোর কাজটিও আমাকে দেয়া হয়। বিভাগের কয়েকজন শিক্ষকও কাজটি পেতে চেষ্টা করছিল। যখন আমি পেলাম, তখন তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে কাজটি বন্ধ করে দেয়। আর আগামী ডিন নির্বাচনে অনুষদের অনেক শিক্ষক আমাকে প্রার্থী হতে বলছিলেন। বিষয়টি নিয়ে কথাবার্তা ওঠায় কিছু শিক্ষক প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠে। এসবের মধ্যেই হঠাৎ শিক্ষার্থীদের উস্কানি দিয়ে একটি পক্ষ আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করিয়েছে।’
গত ২৮ ফেব্রুয়ারি নগরীর চন্দ্রিমা থানায় রাবির গ্রাফিক্স ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলা ইতিহাস বিভাগের অধ্যাপক আমিরুল মোমেনীন চৌধুরীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন একই বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের এক ছাত্রী।
মামলার এজহারে অভিযোগ করা হয়- গত ১২ ফেব্রুয়ারি চারুকলার মেইন বিল্ডিংয়ে বিভাগের তৃতীয় বর্ষের ‘ফ্যাশান এন্ড কস্টিউম ডিজাইন’ পরীক্ষা চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে মহিলা বাথরুমের সামনে পথরোধ করে ভুক্তভোগী ছাত্রীর শরীরে হাত দেয় এবং পরনের জামা ধরে টানাটানি করেন শিক্ষক আমিরুল মোমেনীন চৌধুরী।

- লালপুরে মওলা বক্সের এক কলা গাছে ১৬টি মোচা!
- বাগাতিপাড়ায় পুকুরপাড়ে ঘাস কাটতে গিয়ে বিদ্যুতায়িতহয়ে যুবকের মৃত্যু
- গুরুদাসপুরে চাহিদার চেয়ে ৫০ হাজার বেশি কোরবানির পশু প্রস্তুত
- বাগাতিপাড়ায় আগুনে পুড়ে ছাই প্রতিবন্ধী বৃদ্ধার বসতবাড়ি
- নাটোরে তৃষ্ণার্ত মানুষকে শরবত পান করালেন এ্যাপেক্সিয়ানরা
- নাটোরে প্রাণ-এর পরিচ্ছন্নতা অভিযান
- সিংড়ায় কিশোরের মৃত্যু
- নলডাঙ্গায় ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ
- ছাগল উৎপাদনে চতুর্থ বাংলাদেশ
- নেপালের বিদ্যুৎ ভারত দিয়ে বাংলাদেশে আনতে দিল্লির সম্মতি
- সরাসরি ভাতা পাবেন প্রায় দুই কোটি মানুষ
- দেশের প্রথম অত্যাধুনিক সমুদ্র গবেষণা কেন্দ্র চবিতে
- দোহাজারী-ঘুমধুম রেললাইন প্রকল্পে বরাদ্দ ১৪শ কোটি টাকা
- বগুড়ায় গড়ে উঠছে সবুজ অর্থনীতির বলয়
- প্রথম ভাসমান প্যানেলের সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে
- রাশিয়া থেকে আসবে ১ লাখ ৮০ হাজার টন সার
- ৮০ ভাগ শেষ রংপুর-এলেঙ্গা মহাসড়কের কাজ
- পুরো বাজেটই গরিবের জন্য : অর্থমন্ত্রী
- আজ ঢাকা জেলা আ.লীগ কার্যালয় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- বিশ্বে ইলিশ উৎপাদনে প্রথম ও চাল উৎপাদনে তৃতীয় বাংলাদেশ
- শিক্ষায় বরাদ্দ বাড়ছে ৭ হাজার কোটি টাকা
- ৬৪ জেলায় ডে-কেয়ার সেন্টার করবে সরকার
- নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখার চেষ্টা
- সামাজিক সুরক্ষায় বাড়ছে উপকারভোগীর সংখ্যা ও ভাতার হার
- আজীবন পেনশন মিলবে ১০ বছর চাঁদা দিলে
- বাংলাদেশ এগিয়ে যাবে উচ্চতার শিখরে
- নারী ও শিশু উন্নয়নে বরাদ্দ বেড়েছে ৪৬৫ কোটি টাকা
- ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে বিশেষ বরাদ্দ ১০০ কোটি
- নাটোরে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন
- নাটোরে বিজ্ঞান মেলার উদ্বোধন
- নাটোরে শিক্ষার্থীকে ইভটিজিং দৃশ্য ভিডিও, ২ কলেজ ছাত্র গ্রেফতার
- সনদ পুড়িয়ে ফেলা ইডেন শিক্ষার্থীকে চাকরি দিলেন পলক
- যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন নাটোরের তপু
- নাটোরে নতুন উদ্ভাবিত বিনা-২৫ ধানের কর্তন
- জীবনে পড়াশোনা ছাড়া কোনো সম্ভাবনা নাই: ব্যারিস্টার সুমন
- বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
- সংসদ ভাঙলেও বহাল থাকবে সরকার
- রসুনের রাজ্যে লিচু, সুনাম ছড়াচ্ছে সারাদেশে
- নাটোরে গৃহবধূকে হত্যার অভিযোগ
- দিনমজুরি করে ল্যাপটপ কিনে মাসে এখন ২ লাখ টাকা আয়
- বিশ্বে ইলিশ উৎপাদনে প্রথম ও চাল উৎপাদনে তৃতীয় বাংলাদেশ
- ডলারের বদলে টাকায় নির্ধারণ হবে আকাশপথের ভাড়া
- বড়াইগ্রামে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
- কোটি টাকার ঋণ বিতরণের আগে অডিট করতে হবে
- জাতীয় গ্রিডে যুক্ত হলো দেশের প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র
- সিংড়ায় ঘোড়দৌড় খেলা দেখতে উৎসুক জনতার ঢল
- নাটোরে ডাকাতি, কুমিল্লা থেকে ৮ ডাকাত গ্রেফতার
- লালপুরে বাবা-মেয়ে একসঙ্গে দিচ্ছেন এসএসসি পরীক্ষা
- এশিয়ার সবচেয়ে বড় স্থলবন্দর করিডোর পেট্রাপোল-বেনাপোল
- লালপুরে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মোমিন
- নলডাঙ্গার পিপররুল ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা
- ঐতিহ্য হারাচ্ছে নাটোরের তালপাখার গ্রাম
- এসকর্ট সুবিধায় জনপ্রতি ফি ৩০০ ডলার, গাড়িতে হাজার
- নাটোরে র্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজা সহ আটক পাঁচ
- নাটোরে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৩ জন কারাগারে
- হাতিরঝিলের বিদ্যুৎলাইন যাচ্ছে মাটির নিচে
- পতেঙ্গা-আনোয়ারা সংযুক্তি তিন মাস পরেই
- প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা যুক্তরাষ্ট্রের
- দক্ষিণ কোরিয়া চার বছরে ৩০০ কোটি ডলার ঋণ দেবে বাংলাদেশকে
- গামছা উড়িয়ে থামানো হলো ট্রেন,বড় দুর্ঘটনা থেকে রক্ষা
