ব্রেকিং:
করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী ৩ কোটি ৯৫ লাখ টাকার পাথর প্রতারণার অভিযোগ ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক পলকের শ্যালকের ইটভাটায় পুড়ছে কৃষকের ফসল নাটোর-১: বিএনপির একাধিক প্রার্থী, সরব জামায়াত, নিশ্চুপ ১৪ দল ইট চুরির অপরাধে সেনাবাহিনীর হাতে একজন আটক
  • শনিবার   ১৩ সেপ্টেম্বর ২০২৫ ||

  • ভাদ্র ২৮ ১৪৩২

  • || ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আজকের নাটোর
সর্বশেষ:
করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী ৩ কোটি ৯৫ লাখ টাকার পাথর প্রতারণার অভিযোগ ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক পলকের শ্যালকের ইটভাটায় পুড়ছে কৃষকের ফসল নাটোর-১: বিএনপির একাধিক প্রার্থী, সরব জামায়াত, নিশ্চুপ ১৪ দল ইট চুরির অপরাধে সেনাবাহিনীর হাতে একজন আটক
১০৫

সাড়ে ৯ লাখ টাকার ‘গরিবের অ্যাম্বুলেন্স’ এখন মরিচাধরা

আজকের নাটোর

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৫  

নাটোরের বাগাতিপাড়ায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য চালু হওয়া ‘গরিবের অ্যাম্বুলেন্স’ প্রকল্পটি রক্ষণাবেক্ষণের অভাবে এখন সম্পূর্ণ অচল। ব্যাটারি ও ইঞ্জিন অকেজো হয়ে যানবাহনগুলোতে মরিচা ধরেছে। ফলে উপজেলার পাঁচটি ইউনিয়নের মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি সেবা থেকে বঞ্চিত।

২০১৮-১৯ অর্থবছরে স্থানীয় সরকারের উদ্যোগে এবং জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)-এর অর্থায়নে চালু হওয়া এই প্রকল্পে পাঁচটি ব্যাটারিচালিত অটোরিকশাকে রোগী পরিবহণের জন্য ব্যবহার করা হয়েছিল। প্রতিটি গাড়ির খরচ ছিল ১ লাখ ৮৮ হাজার ৭৬৪ টাকা, মোট ব্যয় ৯ লাখ ৪৩ হাজার ৮২০ টাকা।

প্রাথমিক সময়ে ২৪ ঘণ্টার সেবা পাওয়া যেতেও, দুই বছরের মধ্যে ব্যাটারি ও যন্ত্রাংশ নষ্ট হয়ে যানবাহনগুলো অচল হয়ে যায়। বর্তমানে এগুলো অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে।

জামনগর ইউনিয়নের ভিগরভাগ গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, “অ্যাম্বুলেন্স থাকায় আগে দ্রুত হাসপাতালে পৌঁছানো যেত। এখন হসপিটালের অ্যাম্বুলেন্সে নির্ভর করতে হয়, যা সব সময় পাওয়া যায় না এবং খরচও বেশি।”

পাঁকা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন জানান, “প্রথম দিকে সাড়া মিললেও পরে কার্যকর হয়নি। প্রকল্প পরিচালনার জন্য কোনো নির্দেশনা বা গাইডলাইন ছিল না।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন বলেন, “আমি প্রকল্প সম্পর্কে অবগত নই, তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সচেতন মহল মনে করেন, রক্ষণাবেক্ষণের অভাবে সরকারি প্রায় সাড়ে ৯ লাখ টাকার অর্থ অপচয় হয়েছে এবং দরিদ্র মানুষ বঞ্চিত হয়েছেন। তবে অচিরেই সেবা পুনরায় চালুর আশাবাদ রয়েছে।

আজকের নাটোর
আজকের নাটোর
নাটোর বিভাগের পাঠকপ্রিয় খবর