প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানিয়েছেন দেশের বিশিষ্টজনরা
আজকের নাটোর
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৪
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণকে স্বাগত জানিয়েছেন দেশের বিশিষ্টজনরা। তাদের মতে, ড. মুহাম্মদ ইউনূস রোববার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে যে বার্তা দিয়েছেন তার প্রয়োজন ছিল। মানুষের মনের মধ্যে যেসব প্রশ্ন উঠছে তিনি তার সুন্দর উত্তর দিয়েছেন। কর্তৃত্ববাদের ধ্বংসযজ্ঞের উত্তরণ ঘটিয়ে ছাত্র-জনতার প্রত্যাশিত দেশ গড়ার যে স্বপ্ন, প্রধান উপদেষ্টার বক্তব্যে তার প্রতিফলন ঘটেছে।
দুর্নীতির বিরুদ্ধে প্রধান উপদেষ্টার সুস্পষ্ট ও শক্ত অবস্থানকেও স্বাগত জানিয়েছেন তারা। বিশেষ করে উপদেষ্টাসহ সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রকাশ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত বাস্তবায়ন করা গেলে তা অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হবে বলেও মনে করেন দেশের বিশিষ্টজনরা।
জানতে চাইলে সংবিধান বিশেষজ্ঞ এবং সুপ্রিমকোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক যুগান্তরকে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য নিঃসন্দেহে স্বাগত জানানোর মতো। প্রথমত, গত সরকার দেশের যে সমস্যাগুলো তৈরি করে গেছে তা সুন্দরভাবে তুলে ধরেছেন। একই সঙ্গে এসব সমস্যার সমাধান যে একদিনে সম্ভব নয়, সেই বাস্তবসম্মত কথাও বলেছেন।
আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনেক কিছুর সঙ্গে রাজনীতি জড়িত। এছাড়া উনারা কতদিন ক্ষমতায় থাকবেন সে বিষয়েও বলেছেন, জনগণ যতদিন চাইবেন ততদিন। ফলে প্রত্যেকটা কথাই কিন্তু প্রত্যাশিত এবং ভালো কথা। ওনার (ড. মুহাম্মদ ইউনূসের) প্রথম ভাষণে এটাই প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশা পূর্ণ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান যুগান্তরকে বলেন, তিনি (ড. মুহাম্মদ ইউনূস) যে বক্তব্য দিয়েছেন এগুলোর প্রয়োজন ছিল। মানুষের মধ্যে যেসব প্রশ্ন ছিল তিনি তার সুন্দর উত্তর দিয়েছেন। সংকটময় কর্তৃত্ববাদের যে ধ্বংসযজ্ঞ, তার উত্তরণ ঘটিয়ে আমাদের ছাত্র-জনতার প্রত্যাশিত যে দেশ গড়ার স্বপ্ন তার প্রতিফলন ঘটেছে। তিনি আরও বলেন, নির্বাচনকেন্দ্রিক যে দাবিগুলো তা অবশ্যই যৌক্তিক, কারণ অবশ্যই নির্বাচন হতে হবে। নির্বাচিত সরকারের হাতেই চূড়ান্ত বিবেচনায় ক্ষমতা হস্তান্তরই জনগণের প্রত্যাশা, সেটাও তিনি বলেছেন।
তবে এই প্রেক্ষিতে আমি মনে করি-এখানে তাড়াহুড়া করার সময় যে এখনই আসেনি সেটাও প্রধান উপদেষ্টার বক্তব্যে প্রতিফলিত হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে প্রধান উপদেষ্টার সুস্পষ্ট অবস্থানকে স্বাগত জানিয়ে ড. ইফতেখারুজ্জামান বলেন, তিনি খুবই ইতিবাচক ও শক্ত অবস্থান নিয়েছেন। তিনি প্রাথমিক কিছু দৃষ্টান্তও স্থাপনের কথা বলেছেন। বিশেষ করে উপদেষ্টাদের পাশাপাশি সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রকাশ বাধ্যতামূলক করার কথা বলেছেন। এটা বাস্তবায়ন করা গেলে অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হবে বলেও মনে করেন তিনি।
জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার যুগান্তরকে বলেন, বাংলাদেশের বর্তমানে যে পরিস্থিতি সেখানে প্রধান উপদেষ্টার এ ধরনের ভাষণ খুবই দরকার ছিল। তার ভাষণে সমসাময়িক অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। এখন সরকারের উচিত একটা রোডম্যাপ প্রকাশ করা। তারা কী কী ধরনের সংস্কার করবেন, তা ওই রোডম্যাপে প্রকাশ করা উচিত। একই সঙ্গে এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা বা সংলাপ করা প্রয়োজন।
- নাটোরে প্রবীণদের স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করলেন বিশ্ব স্বাস্থ্য
- রপ্তানি বিপর্যয়ে নাটোরে কমেছে বিষমুক্ত শুঁটকির দাম
- বড়াইগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ যুবকের মৃত্যু
- শুধু ভর্তুকি দিয়ে সরকারি চিনিকল চালানো সম্ভব নয়
- নাটোরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও অর্থ বিতরণ
- নাটোরে গণঅধিকার পরিষদের ৩৬ নেতার পদত্যাগ
- নাটোরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
- নাটোরে বাড়িতে একা থাকতেন বৃদ্ধা, হত্যা করে স্বর্ণালংকার লুট
- নাটোরে বাড়িতে একা থাকতেন বৃদ্ধা, হত্যা করে স্বর্ণালংকার লুট
- নাটোরে বিএনপির কাশেম গ্রুপের মিছিল দুলু সমর্থকদের ধাওয়ায় পণ্ড
- সংবাদ প্রকাশের পর নাটোরের গুরুদাসপুর থানার ওসি বদলি
- নাটোরে দুর্গাপূজা আয়োজনে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ
- নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরির সুযোগ
- সিংড়ায় তামাকের বিকল্প ফসল চাষে মতবিনিময় সভা
- নাটোরে জনসেবা হাসপাতাল মালিকের গলাকাটা মরদেহ উদ্ধার
- রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
- ইসির নির্বাচনী রোডম্যাপে যা থাকছে
- গুরুদাসপুরে কৃষককে কুপিয়ে জখম
- গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নানান অনিয়ম, অব্যবস্থাপনা
- গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নানান অনিয়ম, অব্যবস্থাপনা
- নাটোরে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বিতরণ
- নাটোরের বড়াইগ্রামে এনসিপির উদ্যোগে ক্ষুদ্র সহায়তা বিতরণ
- নাটোরে বিএসটিআইয়ের অভিযানে চানাচুর কারখানায় জরিমানা
- নাটোরের চলনবিলে মাছের পোনা অবমুক্তকরণ
- যৌন হয়রানির অভিযোগ, তদন্ত কমিটি গঠন
- নাটোরে বিএডিসি বীজ ও সার ডিলারদের অবস্থান কর্মসূচি ও স্বারকলিপি প
- নাটোরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু
- নাটোরে হিন্দু নারীর ছদ্মবেশে কীর্তন অনুষ্ঠানে ছিনতাইয়ের চেষ্টা
- নাটোরে যুবককে অপহরণের চেষ্টা, দুইজন গ্রেপ্তার
- নাটোরে ভূমি উন্নয়ন কর আদায়ের হার শতভাগ ছাড়িয়েছে
