ব্রেকিং:
করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী ৩ কোটি ৯৫ লাখ টাকার পাথর প্রতারণার অভিযোগ ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক পলকের শ্যালকের ইটভাটায় পুড়ছে কৃষকের ফসল নাটোর-১: বিএনপির একাধিক প্রার্থী, সরব জামায়াত, নিশ্চুপ ১৪ দল ইট চুরির অপরাধে সেনাবাহিনীর হাতে একজন আটক
  • শনিবার   ১৩ সেপ্টেম্বর ২০২৫ ||

  • ভাদ্র ২৮ ১৪৩২

  • || ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আজকের নাটোর
সর্বশেষ:
করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী ৩ কোটি ৯৫ লাখ টাকার পাথর প্রতারণার অভিযোগ ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক পলকের শ্যালকের ইটভাটায় পুড়ছে কৃষকের ফসল নাটোর-১: বিএনপির একাধিক প্রার্থী, সরব জামায়াত, নিশ্চুপ ১৪ দল ইট চুরির অপরাধে সেনাবাহিনীর হাতে একজন আটক
৮২০

ঘোড়ার গাড়িতে চড়িয়ে শিক্ষক ও নৈশপ্রহরীকে বিদায়

আজকের নাটোর

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৫  

নাটোরের সিংড়ায় এক হৃদয়ছোঁয়া বিদায় অনুষ্ঠানের আয়োজন করল কলম উচ্চ বিদ্যালয়। দীর্ঘ কর্মজীবনের শেষে অবসরে যাওয়া ইংরেজি বিষয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. আশরাফুল ইসলাম ও নৈশপ্রহরী আব্দুল হামিদকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। 

সোমবার (১৮ আগস্ট) বিকেল ৩টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী সংবর্ধনা অনুষ্ঠানটি যেন পরিণত হয় এক আবেগঘন মুহূর্তে।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় স্মৃতিচারণামূলক আলোচনাসভা।

সিনিয়র সহকারী শিক্ষক মাসুদ রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এফ এম আলী হায়দার। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. হায়দার রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ.দা) নাজনীন সুলতানা, দত্তপাড়া মডেল ডিগ্রি কলেজের প্রভাষক আসাদ বিন সাঈদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম এবং শিক্ষক আতিকুল রহমান প্রমুখ।

 

বক্তারা বিদায়ি শিক্ষক ও কর্মচারীর দীর্ঘ ও নিষ্ঠাপূর্ণ কর্মজীবনের ভূয়সী প্রশংসা করেন। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. হায়দার রশিদ জানান, দীর্ঘদিন ধরে শিক্ষক আশরাফুল ইসলাম ও নৈশপ্রহরী আব্দুল হামিদ নিষ্ঠার সঙ্গে এই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন।

তাদের সম্মান জানাতে ও স্মরণীয় করে রাখতে এই ঘোড়ার গাড়িতে বিদায় জানানোর আয়োজন করা হয়েছে।’

 

প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম বলেন, ‘চাকরি জীবনের শেষে অবসর নিতে হয় সবাইকে। আজ আমরা আমাদের প্রিয় সহকর্মী আশরাফুল ইসলাম স্যার ও আব্দুল হামিদকে বিদায় জানাচ্ছি। এটি আমাদের জন্য আবেগের ও কষ্টের মুহূর্ত।

তাদের প্রতি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধা জানাতেই এ ব্যতিক্রমী আয়োজন।’

 

অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের চোখেও ছিল বিষাদের ছাপ। বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আব্দুলা সাদি বলেন, ‘আমি ষষ্ঠ শ্রেণি থেকে স্যারের ছাত্র। স্যার কখনো আমাদের সাথে খারাপ ব্যবহার করেননি। সব সময় বন্ধুসুলভ আচরণ করেছেন।

আমাদের দুষ্টামিও সহ্য করেছেন। স্যারের মতো শিক্ষককে আমরা কখনো ভুলতে পারব না।’

 

বিদায়ি শিক্ষক মো. আশরাফুল ইসলাম বলেন, ‘দীর্ঘ ৩৪ বছরের শিক্ষকতা জীবনের শেষে এমন ভালোবাসা ও সম্মান পেয়ে আমি সত্যিই অভিভূত। শিক্ষার্থীদের ভালোবাসা, সহকর্মীদের সহযোগিতা আর এই বিদায় সংবর্ধনা আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি এই মহান পেশায় নিজেকে যুক্ত রাখতে পেরে।’

উল্লেখ্য, শিক্ষক আশরাফুল ইসলাম ও নৈশপ্রহরী আব্দুল হামিদের বিদায় উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ঘোড়ার গাড়িতে করে তাদের এক বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিতে দেখা যায় শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীদের।

আজকের নাটোর
আজকের নাটোর
নাটোর বিভাগের পাঠকপ্রিয় খবর