মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ ||
অগ্রাহায়ণ ২০ ১৪৩০
|| ২২ জমাদিউল আউয়াল ১৪৪৫
আজকের নাটোর
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৩
নাটোরের বাগাতিপাড়ায় বাড়ির পাশের পুকুরে পড়ে ইসরাত (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার পাঁকা ইউনিয়নের গাওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু ইসরাত ওই এলাকার কৃষক আসাদুল ও সুমাইয়া খাতুন দম্পত্তির মেয়ে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শিশু ইসরাত সকালে বাড়ির পাশেই খেলছিল। কখন বাড়ির পাশের পুকুরে ডুবে যায় কেউ জানেনা। পার্শ্ববর্তী রাস্তা দিয়ে একজন হেটে আসার সময় পুকুরের পানিতে ওই শিশুর লাশ ভাসতে দেখে চিৎকার দেয়।
পরে পরিবারের লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ajkernatore.com
সর্বশেষ
জনপ্রিয়