মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ ||
অগ্রাহায়ণ ২০ ১৪৩০
|| ২২ জমাদিউল আউয়াল ১৪৪৫
আজকের নাটোর
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৩
ত্বকে বরফ ঘষলে কী কী উপকার মেলে। চলুন জানা যাক বিস্তারিত-
ত্বক মসৃণ ও চকচকে রাখে
ত্বকের জন্য অত্যন্ত উপকারী উপাদান বরফ। এটি ত্বকের অযাচিত ছিদ্র দূর করতে পারে। ত্বককে মসৃণ ও চকচকে রাখতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে বরফ।
ব্রণ সমস্যা দূর করে
ব্রণ সমস্যা কমাতে দারুণ কাজ করে বরফ। যাদের মুখে প্রচুর ব্রণ রয়েছে তারা নিয়মিত বরফ দিয়ে ফেসিয়াল করতে পারেন। উপকার পাবেন।
ট্যান দূর করে
রোদে পুড়ে ত্বক কালো হয়ে গেছে? ভরসা রাখুন এক টুকরো বরফে। বাইরে থেকে এসে মুখে বরফ ঘষুন। পোড়াভাব দূর হবে দ্রুত।
রক্ত চলাচল বাড়ায়
মুখে বরফ ঘষলে ত্বকে ভালোভাবে রক্ত চলাচল করতে পারে। ত্বকের যেকোনো সমস্যা সহজে দূর হয় এতে।
ajkernatore.com
সর্বশেষ
জনপ্রিয়