বুধবার ২২ মার্চ ২০২৩ ||
চৈত্র ৭ ১৪২৯
|| ২৯ শা'বান ১৪৪৪
আজকের নাটোর
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩
নাটোর যাত্রীবাহী বাসের ধাক্কায় নজরুল ইসলাম (৬৫) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নাটোর-বগুড়া সড়কে সদর উপজেলার কাশিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামের মরহুম সোলেমান হোসেনের ছেলে। তিনি শহরের ভাটোদাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে নজরুল দিঘাপতিয়া বাজার থেকে দুধ নিয়ে বাসায় ফিরছিলেন নজরুল ইসলাম। পথে কাশিয়াবড়ি ব্রিজ এলাকায় নাটোর-বগুড়া মহাসড়ক পার হওয়ার সময় পাবনা থেকে ছেড়ে আসা বগুড়াগামী যাত্রীবাহী বাস তাকে ধাক্কায় দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
ajkernatore.com
সর্বশেষ
জনপ্রিয়