ব্রেকিং:
করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী ৩ কোটি ৯৫ লাখ টাকার পাথর প্রতারণার অভিযোগ ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক পলকের শ্যালকের ইটভাটায় পুড়ছে কৃষকের ফসল নাটোর-১: বিএনপির একাধিক প্রার্থী, সরব জামায়াত, নিশ্চুপ ১৪ দল ইট চুরির অপরাধে সেনাবাহিনীর হাতে একজন আটক
  • শনিবার   ১৩ সেপ্টেম্বর ২০২৫ ||

  • ভাদ্র ২৯ ১৪৩২

  • || ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আজকের নাটোর
সর্বশেষ:
করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী ৩ কোটি ৯৫ লাখ টাকার পাথর প্রতারণার অভিযোগ ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক পলকের শ্যালকের ইটভাটায় পুড়ছে কৃষকের ফসল নাটোর-১: বিএনপির একাধিক প্রার্থী, সরব জামায়াত, নিশ্চুপ ১৪ দল ইট চুরির অপরাধে সেনাবাহিনীর হাতে একজন আটক
৫৬

নাটোরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু

আজকের নাটোর

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৫  

মাতৃদুগ্ধের গুরুত্ব, উপকারিতা এবং মাতৃদুগ্ধ বিকল্প আইন ও বিধি প্রতিপালনে গুরুত্ব আরোপ করে নাটোরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু হয়েছে। 

এ উপলক্ষে আজ সকাল সাড়ে নয়টায় সিভিল সার্জনের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা প্রদক্ষিণ করে কার্যালয়ে ফিরে আসে। পরে মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফীন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুর জন্মের পর থেকে ছয় মাস বয়স পর্যন্ত মাতৃদুগ্ধ ছাড়া অন্য কোন খাবারের প্রয়োজন নেই। মাতৃদুগ্ধ সদ্য প্রসূত শিশুর প্রথম টিকা হিসেবে কাজ করে। এই দুধ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শারীরিক ও মানসিক পুষ্টি নিশ্চিত করে। মা ও শিশুর মধ্যে বন্ধন সৃষ্টি করে। মাতৃদুগ্ধ পানের ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া এবং অপুষ্টির প্রবণতা রোধ হয়।

দেশে মাতৃদুগ্ধ পানের হার ৬৫ শতাংশ। কর্মক্ষেত্রে ব্রেস্ট ফিডিং সেন্টার চালু, মাতৃত্বকালীন ছুটি ও ভাতা প্রদান এবং মাতৃদুগ্ধ বিকল্প আইন-২০১৩ ও বিধি-২০১৭ প্রণয়নের মাধ্যমে সরকার মাতৃদুগ্ধ পানের হার বৃদ্ধিতে সচেষ্ট রয়েছে বলে বক্তারা উল্লেখ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আনোয়ারুল আজিম, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী, জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর মো. তাহমিদুল ইসলাম, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ।

আজকের নাটোর
আজকের নাটোর
নাটোর বিভাগের পাঠকপ্রিয় খবর