মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ ||
অগ্রাহায়ণ ২০ ১৪৩০
|| ২২ জমাদিউল আউয়াল ১৪৪৫
আজকের নাটোর
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৩
নাটোরে পৃথক দুটি মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। মামলার রায় ঘোষণার সময় অভিযুক্তরা আদালতে উপস্থিত ছিলেন। নাটোর আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান জানান, ২০১১ সালের ১৫ মার্চ যৌতুকের দাবিতে গৃহবধূ রুবী রানী মহন্তকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। পরে রুবী রানীর বাবা তপন চন্দ্র মহন্ত বাদী হয়ে মেয়ের জামাই দুলাল মহন্ত, শাশুড়ি গীতা মহন্তসহ ৪ জনের নামে মামলা করেন। দীর্ঘ প্রায় ১২ বছর মামলার স্বাক্ষ্য–প্রমাণ শেষে আদালতের বিচারক আজ অভিযুক্তদের উপস্থিতিতেই মামলার রায় প্রদান করেন।
অন্যদিকে, নাটোর সদর উপজেলার মোহনপুর গ্রামের এক গৃহবধূকে ধর্ষণ ও প্রাণনাশের হুমকি মামলায় ওয়াজেদ আলী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দণ্ড পাওয়া ওয়াজেদ আলী সদর উপজেলার জালালাবাদ গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে। মামলায় উভয় বাদী পক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছেন।
ajkernatore.com
সর্বশেষ
জনপ্রিয়