ব্রেকিং:
করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী ৩ কোটি ৯৫ লাখ টাকার পাথর প্রতারণার অভিযোগ ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক পলকের শ্যালকের ইটভাটায় পুড়ছে কৃষকের ফসল নাটোর-১: বিএনপির একাধিক প্রার্থী, সরব জামায়াত, নিশ্চুপ ১৪ দল ইট চুরির অপরাধে সেনাবাহিনীর হাতে একজন আটক
  • শুক্রবার   ১১ জুলাই ২০২৫ ||

  • আষাঢ় ২৬ ১৪৩২

  • || ১৫ মুহররম ১৪৪৭

আজকের নাটোর
সর্বশেষ:
করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী ৩ কোটি ৯৫ লাখ টাকার পাথর প্রতারণার অভিযোগ ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক পলকের শ্যালকের ইটভাটায় পুড়ছে কৃষকের ফসল নাটোর-১: বিএনপির একাধিক প্রার্থী, সরব জামায়াত, নিশ্চুপ ১৪ দল ইট চুরির অপরাধে সেনাবাহিনীর হাতে একজন আটক
১৭

নাটোরে ইউএনওর ভাগ্নে পরিচয়ে প্রতারণা, যুবক আটক

আজকের নাটোর

প্রকাশিত: ১০ জুলাই ২০২৫  

নাটোরের লালপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ভাগ্নে পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে রবিউল ইসলাম শান্ত (২৫) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে ভুক্তভোগীরা।

এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। শান্ত লালপুর উপজেলার পালিদাহ গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী রোজিনা বেগম লালপুর থানায় তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। বাকি দুই অভিযুক্ত হলেন গৌরিপুর গ্রামের বশির উদ্দিন ও পালিদাহ গ্রামের আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম স্বপন।

অভিযোগকারীরা জানান, দেড় বছর আগে সরকারি ঘর, টিউবওয়েল, সাবমারসেবল পাম্পসহ নানা সরকারি সুবিধা পাইয়ে দেয়ার লোভ দেখিয়ে শান্ত ও তার মামা বশির উদ্দিন স্থানীয়দের কাছ থেকে টাকা নেন।

অভিযোগ রয়েছে, ওই সময় বশির নিজেকে ইউএনও পরিচয় দিয়েছিলেন। তবে দেড় বছর পেরিয়ে গেলেও তারা কোনো সুবিধা পাননি। শুধু যুব উন্নয়ন অধিদফতরের একটি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। পরে টাকা ফেরত চাইলে তালবাহানা শুরু হয়।

অবশেষে বুধবার শান্তকে আটক করে পুলিশে দেয়া হয়। অভিযোগের বিষয়ে শান্ত বলেন, রূপপুর পারমাণবিক প্রকল্পে চাকরির প্রলোভনে নাহিদ নামে এক যুবকের কাছ থেকে ১৭ হাজার টাকা নিয়েছিলেন। তবে সরকারি ঘর ও টিউবওয়েল দেয়ার নামে তার মামা বশির উদ্দিনই টাকা নিয়েছেন। তারা ইউএনওর পরিচয় দেননি বলেও দাবি তার।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আজকের নাটোর
আজকের নাটোর
নাটোর বিভাগের পাঠকপ্রিয় খবর